থালাপতি বিজয়ের জনসভায় ৩৯ জনের মৃত্যু, ক্যামেরায় ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ AM
থালাপতি বিজয়ের জনসভা

থালাপতি বিজয়ের জনসভা © সংগৃহীত

ভারতের চেন্নাইয়ের রাজনীতিবিদ ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। মৃত্যুর এ সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ এ দুর্ঘটনার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা গেছে, কিছু মানুষ প্রচণ্ড ধাক্কায় নিচে পড়ে যাচ্ছেন। এরপর তারা পদদলিত হন।

একটি ভিডিওতে মানুষকে চিৎকার করতে শোনা যাচ্ছে। তারা তখন বাঁচতে চাইছিলেন। কিন্তু শ্বাস নিতে না পেরে একজন আরেকজনের ওপরে ওঠার চেষ্টা করেন। এতে করে নিচের মানুষ আরও বেশি চাপা পড়েন। কিছু শিশুকে তাদের বাবা-মায়ের কাঁধে বসে থাকতে দেখা যায়। যারা বিজয় থালাপতির বাস কাছে আসার জন্য অপেক্ষা করছিল। এর কয়েক মিনিট পরই ঘটে যায় ওই ঘটনা।

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, থালাপতি বিজয় তার ভ্রাম্যমান মঞ্চ (বাস) নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ওই সময় অনেকে তার কাছে আসার চেষ্টা করেন। এতে করে সেখানে জটলার সৃষ্টি হয়। মানুষ প্রচণ্ড গরম ও ধাক্কাধাক্কিতে হাঁসফাঁস করছেন এমনটি দেখতে পেয়ে তিনি তার বাস থামিয়ে দেন। তখন কিছু মানুষের দিকে তিনি পানির বোতল ছুঁড়ে দেন।

খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত
  • ২৯ ডিসেম্বর ২০২৫