টেলিটক-এনটিআরসিএ সভা কাল, আলোচনায় তিন ইস্যু

০১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ PM
টেলিটক-এনটিআরসিএ

টেলিটক-এনটিআরসিএ © ফাইল ছবি

দুই ইস্যুতে সিদ্ধান্ত নিতে সভায় বসতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং টেলিটক বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর দুইটায় এনটিআরসিএ কার্যালয়ে এ সভা হওয়ার কথা রয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) এনটিআরসিএর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আজ সোমবার টেলিটকের সাথে বৈঠক হওয়ার কথা ছিল এনটিআরসিএর। তবে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম আজ দেশে আসায় সভা আগামীকাল ডাকা হয়েছে। সভায় শূন্য পদের তথ্য সংগ্রহ, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন এবং বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় নিয়ে আলোচনা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘আগামীকালকের সভা মূলত আসন্ন গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সংগৃহীত শূন্য পদের তথ্য নিয়ে। তবে যেহেতু প্রতিস্থাপন এবং বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা চলছে, সেহেতু এই বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে বদলি কার্যক্রম চালু না হওয়ায় আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দাবি করেছিলেন ইনডেক্সধারী শিক্ষকরা। তবে তাদের দাবি বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছে এনটিআরসিএ।

এনটিআরসিএ বলছে, আসন্ন গণবিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ এবং চাকরির বয়স থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। গণবিজ্ঞপ্তিটি মূলত ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য। তবে এ বিজ্ঞপ্তিতে শর্ত পূরণ সাপেক্ষে ১৭তম নিবন্ধনধারীরাও আবেদন করতে পারবেন। তবে এ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ রাখা হবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া সম্ভব নয়। তাদের সুযোগ দিতে হলে নীতিমালা সংশোধন করতে হবে। যা সময় সাপেক্ষ ব্যাপার। নীতিমালা সংশোধন করতে করতে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন শিক্ষকরা নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যেতে পারবেন।’

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫