এনটিআরসিএ অফিসের নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি

০৪ জুন ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ০৭ জুন ২০২৫, ১০:৩৯ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিসের নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক স্বাক্ষরিত চিঠিটি দুপুরের পর অফিস সহায়কের মাধ্যমে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অযৌক্তিক আন্দোলনসহ নানা সময়ে আমাদের কার্যালয় ঘেরাও করা হয়। এ কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সার্বিক বিষয় চিন্তা করে ডিএমপি কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এনটিআরসিএর পাঠানো চিঠিতে ১-১২তম এবং ১৮তম নিবন্ধনধারীদের আন্দোলনের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, ‘১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের পরবর্তী সময়ে ১-১২তম নিবন্ধনধারী এবং ১৮তম নিবন্ধনের প্রার্থীগণ এনটিআরসিএ কার্যালয় ঘেরাও করবে। তাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরিচালিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষার ফলাফল প্রসেসসহ চূড়ান্ত ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে এনটিআরসিএ-এর কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরিভিত্তিতে আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত (প্রতি কার্যদিবসে) এনটিআরসিএ কার্যালয়ে পুলিশ মোতায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করা হলো।’

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫