ব্যারিস্টার রুমিন ফারহানা © টিডিসি সম্পাদিত
আল্লাহর পরিকল্পনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিন কি অদ্ভুত পরিকল্পনা, ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা ও তা বাস্তবায়নের পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। সুতরাং আমি দেখবো আল্লাহ কি পরিকল্পনা রাখেন।
নিজের জয় নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, আপনারা দেখেন, প্রতিটা মানুষের চোখে কতটা আশা, ভালোবাসা, আস্থা ও বিশ্বাস। মানুষ যে ভালোবাসা ও আস্থা-বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।
দলের সাথে যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এতোবড় দল তাদের ব্যস্ততা অনেক বেশি। ৩০০ আসনের প্রার্থীরা আছে, জোটের সাথে আলোচনা আছে, তাদের এখন অনেক কর্মব্যস্ততা। আমারও অনেক কর্মব্যস্ততা। আমাকে মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে।
জানা যায়, আজ দুপুর ২টার দিকে জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা।
তবে আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দিয়েছে বিএনপি। এতে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির এই নেত্রী।