বাবাকে হারালেন শিল্পী আতিফ আসলাম

১২ আগস্ট ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম মারা গেছেন

সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম মারা গেছেন © সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১২ আগস্ট) লাহোরে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, মৃত্যুর সময় স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠজনরা পাশে ছিলেন।

আতিফ আসলামের বাবার মৃত্যুতে পাকিস্তানের সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক মাধ্যমে লিখছেন, আতিফের জীবনের সবচেয়ে বড় প্রেরণার মানুষ চলে গেলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানসহ বিশ্বের নানা প্রান্ত থেকে শিল্পী, শোবিজ তারকা ও লাখো ভক্ত শোক প্রকাশ করেছেন। অনেকেই এই কঠিন সময়ে আতিফ আসলামের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন।

আতিফ আসলাম ১৯৮৩ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে জন্মগ্রহণ করেন। ২০০০ সালের শুরুর দিকে ব্যান্ড ‘জাল’-এর হয়ে গান গাওয়ার মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন তিনি। প্রথম অ্যালবাম জল পরি প্রকাশের পরই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। পরবর্তীতে বলিউডের একাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করে ভারতীয় উপমহাদেশের অন্যতম সফল গায়ক হিসেবে পরিচিতি পান।

উর্দুর পাশাপাশি আতিফ আসলাম হিন্দি, বাংলা ও পাঞ্জাবিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন। সংগীতে অবদানের জন্য তিনি তমঘা-ই-ইমতিয়াজ, লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসসহ একাধিক সম্মাননা পেয়েছেন। অভিনয়েও হাতেখড়ি হয় তার, পাকিস্তানি চলচ্চিত্র বোল–এ তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৯ সালে ফোর্বস এশিয়া–এর ১০০ তারকার তালিকায় স্থান পান তিনি।

সূত্র: পাকিস্তান অবজারভার

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫