রোজ কয় লিটার পানি খেলে কিডনি ভালো থাকে

০৬ নভেম্বর ২০২৫, ১২:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কিডনি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করে, শরীরের পানির ভারসাম্য রক্ষা করে এবং হরমোনের মাধ্যমে রক্তচাপ ও হাড়ের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। কিডনি সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, বেশির ভাগ মানুষই সারা দিনে ৪-৫ গ্লাস পানি পান করেন। যেখানে পুরুষদের অন্ততপক্ষে ৮-৯ গ্লাস এবং মহিলাদের অন্ততপক্ষে ৭-৮ গ্লাস খাওয়া প্রয়োজন। সাধারণত প্রাপ্তবয়স্কদের প্রতিদিন প্রায় ২ থেকে ৩ লিটার পানি পান করা উচিত। তবে এটি প্রত্যেকের দেহের ওজন, শারীরিক কার্যক্রম, আবহাওয়া ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

পানি কিডনির জন্য কেন গুরুত্বপূর্ণ
ইউরিন পাতলা রাখে, যা কিডনিতে পাথরের ঝুঁকি কমায়, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে ও মূত্রনালী সংক্রমণের ঝুঁকি কমায়।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দিনে একবারে অনেক বেশি পরিমাণ পানি পান না করে ছোট ছোট পরিমাণে দিনে পর্যায়ক্রমে পানি গ্রহণ করা উচিত। ইউরিনের রঙ হালকা হলুদ হলে পানি যথেষ্ট, গাঢ় হলুদ হলে আরও পানি পান করার প্রয়োজন।

তবে কিডনিতে কোনো সমস্যা থাকলে বা চিকিৎসকের বিশেষ নির্দেশনা থাকলে সেভাবে পানি পান করতে হবে।

পর্যাপ্ত পানি পান করা কিডনিকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫