রঙের মনস্তত্ব অনুসারে কখন কোন রঙের পোশাক পরবেন

২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রং দিয়ে যায় চেনা। রং সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। একেক মুডে আপনি একেক রঙের পোশাক বেছে নেন। আবার উল্টোটাও সত্যি। একেক রং আপনার মনে একেক অনুভূতির সৃষ্টি করে। এই যেমন গোলাপি রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সবুজ মন শান্ত রাখে। হলুদ আর লাল রং ক্ষুধার উদ্রেক করে। প্রতিটি রঙের রয়েছে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য। তাই প্রতিটি রং আমাদের মস্তিষ্কে ভিন্ন উদ্দীপনা আর অনুভূতি সৃষ্টি করে। বড় পর্দার চরিত্রগুলোর কস্টিউম ডিজাইনে পোশাকের রং দিয়ে ব্যক্তির চরিত্র নির্মাণ করা হয়। শীতকাল ফ্যাশনিস্তাদের পছন্দের সময়। এই সময় তাঁরা নানা রঙের পছন্দসই নকশাদার পোশাকে নিজেদের মেলে ধরেন। চট করে জেনে নেওয়া যাক কোন রঙের পোশাকে আপনাকে কেমন দেখাবে।

কালো
শীতে অনেকেই নির্দ্বিধায় কালো রঙের পোশাকের দিকে হাত বাড়ান। কালো রঙের পোশাকে আপনাকে প্রভাব বিস্তারকারী, ক্ষমতাবান আর রহস্যময় দেখাবে।

লাল
নিজেকে অন্য সবার চেয়ে আলাদা করতে, আসরের মধ্যমণি হতে লাল পরুন। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় এটি দূর থেকে দেখা যায়। সহজেই আলাদা করে ফেলা যায়। ফলে লাল রঙের পোশাকে আপনাকে সবাই ‘নিরাপদ দূরত্ব’ থেকে লক্ষ্য করবে, তবে ভাব জমাতে আসবে না। লাল সাহস, যৌনতা ও উত্তেজনার রং। আপনি বিপজ্জনক, এমনও বার্তা দিতে পারে লাল রঙের পোশাক।

সাদা
সাদা রঙের পোশাকে কোথাও উপস্থিত হলে অন্যরা আপনাকে দেখবে নিষ্পাপ, নির্ভেজাল একজন ব্যক্তিত্ব হিসেবে।

হলুদ
হলুদ রঙের পোশাকে আপনাকে অন্যরা দেখবে আশাবাদী, সৃজনশীল, ফুরফুরে মেজাজের একজন মানুষ হিসেবে। কারও সঙ্গে ভাব জমাতে চাইলে হলুদ রঙের পোশাকে হাজির হোন।

সবুজ
আপনি যদি রোগে ভোগেন আর দ্রুত সুস্থতা চান, তাহলে সবুজ রঙের পোশাক পরুন। রোগী দেখতে গেলেও সবুজ রঙের পোশাকে হাজির হতে পারেন। সবুজ নার্ভ শান্ত রাখতেও সাহায্য করে। ঠিক এ কারণেই অপারেশন থিয়েটারে ডাক্তারদের অ্যাপ্রনের রং সবুজ। সবুজ পোশাকে আপনি প্রকৃতির প্রতিনিধিত্ব করেন, নির্মলতার বার্তা দেন।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫