আজই কার্যকর হচ্ছে না আসিফ-মাহফুজের পদত্যাগ, কাল কি উপদেষ্টাদের বৈঠকে অংশ নেবেন?

১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ PM
আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

আসিফ মাহমুদ ও মাহফুজ আলম © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। তবে তাদের পদত্যাগ আজ থেকেই কার্যকর হচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হবে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব  শফিকুল আলম।

শফিকুল আলম জানান, উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাঁদের পদত্যাগপত্র নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। উপদেষ্টা পরিষদের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে বুধবার স্থানীয় সরকার বিভাগের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের সভায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছি।’

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫