পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে কর্মকর্তাদের সাক্ষাৎ

১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে কর্মকর্তাদের সাক্ষাৎ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে কর্মকর্তাদের সাক্ষাৎ © সংগৃহীত

পদোন্নতির বিষয়ে ফের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্মকর্তারা। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১১টায় এই কর্মকর্তারা অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার স্যারের সঙ্গে দেখা করেন।

এ সময় প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদ থেকে সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব পিএসসিতে প্রেরণ করায় অতিরিক্ত সচিবকে ধন্যবাদ জানান কর্মকর্তারা। একই সঙ্গে অতিরিক্ত সচিবের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকেও ধন্যবাদ জানানো হয়।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদীর সঙ্গে কর্মকর্তা নেতৃবৃন্দ সাক্ষাৎ করে সহকারী সচিব হতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব হতে উপসচিব পদে পদোন্নতির বিষয়টি স্থগিত থাকায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দ্রুত পদোন্নতির অনুরোধ করেন। তিনি তাদের কথা শুনে দ্রুত পদোন্নতির বিষয়গুলো নিষ্পত্তি হবে বলে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আবদুল খালেকের নেতৃত্বে মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, কামাল, সেলিনা আক্তার, শামিম আহসান, হুমায়ুন কবির, কবির উদ্দিন আলোচনায় অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মাহে আলম, মহাসচিব মোহা. সালাহউদ্দীন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মো. হান্নান সরদার, আবদুল কালাম, আ. হাই হাবিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মসজিলের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রিপনের
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল পে-কমিশনের সভা হচ্ছে কি?
  • ৩০ ডিসেম্বর ২০২৫