সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে ডিলারদের স্থান হবে কারাগারে: অ্যাটর্নি জেনারেল

৩১ অক্টোবর ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০২:৩৫ PM
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান © সংগৃহীত

কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারে সার বিক্রি করলে ডিলারদের স্থান কারাগারে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, কৃষকের কাছে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি সাব-ডিলারদের বিরুদ্ধেও জেল ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে, আর কৃষিকে বাঁচাতে হলে সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

কৃষি অফিসের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বর্তমানে সার সংকট নেই। যেহেতু এখানে পেঁয়াজ চাষ বেশি, প্রয়োজনে অতিরিক্ত সার বরাদ্দের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে কেউ সার বিক্রি করতে পারবে না। যদি কোনো ডিলার কৃষকদের প্রাপ্য সার না দেন, দরকার পড়লে কৃষকরাই ডিলারদের গুদাম ঘেরাও করবে।

শুক্রবার শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি অডিটোরিয়ামে বিসিআইসি সাব-ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫