‘সেফ এক্সিট’ নিয়ে এবার মুখ খুললেন আসিফ নজরুল

১১ অক্টোবর ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০২:২৯ PM
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল © সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকে ‘সেফ এক্সিট’-এর কথা বলছেন। তবে উপদেষ্টা পরিষদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমাদের নয়, এই ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন।’

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি—আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। গত ৫৫ বছর আমরা যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট এবং সাধারণ মানুষের আমানত আত্মসাতের মতো অপরাধ দেখেছি, তা থেকে জাতি এখন মুক্তি চায়। এই ভয়াবহ, অসুস্থ, আত্মবিধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকেই জাতির সেফ এক্সিট দরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন এক রাষ্ট্র কাঠামোর মধ্যে বাস করছি, যেখানে দায়মুক্তি, দুর্নীতি, দমননীতি এবং ন্যায়বিচারের অভাব প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই বাস্তবতা থেকে জাতিকে রক্ষা করাই এখন প্রধান চ্যালেঞ্জ।’

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫