বিশ্বকাপ ড্র বয়কটের ঘোষণা ইরানের

২৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ AM
ফুটবল বিশ্বকাপের ট্রফি

ফুটবল বিশ্বকাপের ট্রফি © সংগৃহীত

ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্রয়ে অংশ নিবে না ইরান। শুক্রবার (২৮ নভেম্বর) তারা এ বয়কটের সিন্ধান্ত নিয়েছে। ইরানের প্রতিনিধি দলের কয়েকজন সদস্যকে ভিসা না দেওয়ায় তারা এ সিন্ধান্ত নিয়েছে।

ইরানের ফুটবল ফেডারেশনের মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি, এই সিদ্ধান্তের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। ইরানের প্রতিনিধি দল বিশ্বকাপ ড্রয়ে অংশগ্রহণ করবে না।’

ইরানি গণমাধ্যম জানিয়েছে, দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজসহ কয়েকজনের ভিসা বাতিল করা হয়। এ সিদ্ধান্তকে রাজনৈতিক হিসেবে অভিহিত করেছে ইরান।

এক বার্তায় ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমরা ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে জানিয়েছি, এটি সম্পূর্ণ রাজনৈতিক অবস্থান। ফিফাকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে এই আচরণ থামাতে বলতেই হবে।’

গণমাধ্যমের তথ্য অনুযায়ী  ড্রয়ে অংশ নেওয়ার জন্য চারজনকে ভিসা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন কোচ আমির গালেনোয়েই।

ইরান মার্চেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়—এটি তাদের টানা চতুর্থ এবং মোট সপ্তম যোগ্যতা অর্জন। যদিও দলটি এখনও কখনও নকআউট পর্বে উঠতে পারেনি, ১৯৯৮ সালের বিশ্বকাপে তারা যুক্তরাষ্ট্রকে ২–১ গোলে হারিয়েছিল।

এবারের বিশ্বকাপের আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। দীর্ঘ চার দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। এরই মধ্যেই এপ্রিল থেকে দুই দেশ পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালালে অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রও এতে সম্পৃক্ত হয়।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫