এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণা-মনিকাদের ইতিহাস

০২ জুলাই ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০১:৩১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে অভাবনীয় সাফল্য পেল বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখায় লাল-সবুজের মেয়েরা। গ্রুপের আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বাহরাইন ও তুর্কমেনিস্তান। এতে 'সি' গ্রুপের শীর্ষে থেকে মূল পর্বে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ।

এই অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল বাঘিনীরা। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আসরের মূল পর্ব। এটি দেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।

টানা দুই জয়ে ৬ পয়েন্টে ‘সি’ গ্রুপের শীর্ষে পিটার জেমস বাটলারের দল। অন্যদিকে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে আসর শুরু করা মিয়ানমারের পয়েন্ট ৩। বাহরাইন ও তুর্কেমেনিস্তানের পয়েন্ট সমান এক করে। আগামী শনিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

গ্রুপের শেষ ম্যাচে যদি বাংলাদেশ তুর্কমেনিস্তানের কাছে হেরে যায় এবং মিয়ানমার বাহরাইনকে হারায়, তাহলেও বাংলাদেশ ও মিয়ানমারের পয়েন্ট হবে সমান ৬। তবে এএফসি বাইলজ অনুযায়ী, সমান পয়েন্ট হলে প্রথমে ‘হেড-টু-হেড’ ফল বিবেচনায় আনা হয়। যেহেতু বাংলাদেশ সরাসরি মিয়ানমারকে হারিয়েছে, তাই গ্রুপ সেরা হিসেবে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের নাম।

ফলে গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি থাকতেই প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। এই প্রতিযোগিতার মূল আসর বসবে আগামী বছর অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ নারী দলের এই সাফল্য ঘিরে ফুটবল অঙ্গনে বইছে উচ্ছ্বাস। কোচ, খেলোয়াড়, সমর্থক—সবাই এই ঐতিহাসিক অর্জনে ভাসছেন গর্বে ও আনন্দে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫