হুইলচেয়ারে মোশাররফ করিম © সংগৃহীত
হুইলচেয়ারে বসে প্রিমিয়ার অনুষ্ঠানে প্রবেশ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা, পাশে কয়েকজন তাকে ঠেলে নিয়ে যাচ্ছেন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর ৩০২’ সিনেমার প্রিমিয়ারে তার প্রবেশের চিত্র।
শনিবার (২৯ মার্চ) রাজধানীর সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। তবে হুইলচেয়ারে মোশাররফ করিমের প্রবেশ দেখে অনেকে ভাবেন, এটি কি সিনেমার প্রচারণার কৌশল?
এ প্রসঙ্গে ‘চক্কর ৩০২’-এর পরিচালক শরাফ আহমেদ জীবন পরিষ্কার করেন, এটি প্রচারণার কোনো অংশ নয়। তিনি জানান, মোশাররফ করিমের পায়ে অস্ত্রোপচার হয়েছে, তারপরও তিনি অনুষ্ঠানে উপস্থিত হন, যা তার পেশাদারিত্ব ও ডেডিকেশনকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে।
প্রিমিয়ারে দর্শকদের উদ্দেশ্যে মোশাররফ করিম বলেন, "এখানে যারা সিনেমাটি দেখলেন, তারাই বলতে পারবেন কেমন হয়েছে। তবে এটুকু বলতে পারি, পরিচালক সবার কাছ থেকে দারুণ অভিনয় আদায় করেছেন। নতুন শিল্পীরাও অসাধারণ কাজ করেছেন।"
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘চক্কর ৩০২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে আরও রয়েছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত প্রমুখ। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি দর্শকদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে এবং ঈদে শাকিব খান ও আফরান নিশোর সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামছে এটি।