শাবিপ্রবির ২০ শিক্ষার্থী আজীবন, ১৭ জন সাময়িক বহিষ্কার

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ AM
শাবিপ্রবির গেট

শাবিপ্রবির গেট © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার এবং আরও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান।

তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১২ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া হোস্টেল কক্ষে অস্ত্র রাখার ঘটনায় আরও ৮ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ১৭ জন শিক্ষার্থীকে ২ থেকে ৪ সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়।

প্রক্টর আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জন শিক্ষার্থীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বহিষ্কৃতদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫