গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

২৬ আগস্ট ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৩:১৫ PM
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ও ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে গোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো।

এ সমঝোতার আওতায় যৌথভাবে শিক্ষা ও গবেষণা প্রকল্প পরিচালনা, শিক্ষক-গবেষক ও শিক্ষার্থী বিনিময়, সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স ও একাডেমিক সভা আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিজেদের এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে পারবেন।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালী।

শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া আর নেই
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫