যবিপ্রবিতে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আইইএলটিএস-বিষয়ক প্রশিক্ষণ শুরু

১৭ আগস্ট ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৭ PM
আইইএলটিএস-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা

আইইএলটিএস-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘তুমিই পারবে’ প্রোগ্রামের আওতায় ও জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় উদ্বোধন হলো তিন দিনব্যাপী ‘হাউ টু স্টার্ট আইইএলটিএস প্রিপারেশন’-বিষয়ক প্রশিক্ষণ সেমিনার। উদ্বোধনের প্রথম দিনে তিনটি ধাপে এ সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরিফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. সাব্বির হোসেনের সঞ্চালনায় সেমিনারের উদ্বোধন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

‘আইইএলটিএস’ বিষয়ক এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সাঈদ আনোয়ার। এদিন আইইএলটিএসের রাইটিং অংশের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের রিসোর্স ম্যাটেরিয়ালস হিসেবে তৈরি করার জন্য অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের এ আয়োজন তারই একটি অংশ। আমরা ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা মাথায় রেখেছি যা তোমাদেরকে আরও সমৃদ্ধ করবে।’

তিনি আরও বলেন, ‘তোমরা জানো আমরা ইতোমধ্যে মাস্টার্সে যারা থিসিস করবে তাদের জন্য ফেলোশিপ চালু করেছি, যা বাংলাদেশের মধ্যে নতুন। এই ফেলোশিপ তোমাদের রিসার্চ এ আরও মনোযোগী করবে।’

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মসজিলের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রিপনের
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
কাল পে-কমিশনের সভা হচ্ছে কি?
  • ৩০ ডিসেম্বর ২০২৫