পবিপ্রবির শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন-একাধিক বিয়ে ও অনৈতিক সম্পর্কের অভিযোগ

২৫ মে ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৫:৫১ PM
রমন বিশ্বাস

রমন বিশ্বাস © টিডিসি সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের শিক্ষক রমন বিশ্বাসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, একাধিক বিয়ে ও অনৈতিক সম্পর্কের অভিযোগ করেছেন তার স্ত্রী শ্রাবন্তী বিশ্বাস। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন তিনি। 

শ্রাবন্তী বিশ্বাস দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ২০১১ সালে প্রেমের সম্পর্কের ভিত্তিতে তাদের বিয়ে হয়। তিনি আশা করেছিলেন একজন শিক্ষিত মানুষ হিসেবে রমন বিশ্বাস পরিবারকে গুরুত্ব দেবেন। কিন্তু বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন, রমন গোপনে আরেক নারীর সঙ্গে বিয়ে করেছেন। পরবর্তীতে তিনি আরও দুটি বিয়ে করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রীসহ বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, আমি এই অন্যায় আচরণের প্রতিবাদ করলেই তিনি আমাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। আমাদের তিনটি সন্তান রয়েছে, যাদের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। তিনি আমাদের আর কোনো খোঁজ রাখেন না, ভরণপোষণ দেন না। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রমন বিশ্বাস বলেন, এটি আমার ব্যক্তিগত বিষয়। আমি গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে আগ্রহী নই।

পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহসীন হোসেন খান বলেন, ‘ঘটনাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে শুনেছি, তবে অফিসিয়ালি আমার কাছে কেউ কিছু জানায়নি। লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘আমার দপ্তরে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫