বরগুনায় ১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ PM
হরিণের মাংসসহ আটক শিকারি

হরিণের মাংসসহ আটক শিকারি © টিডিসি

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের লঙ্ঘন ঠেকাতে কোস্টগার্ডের নিয়মিত অভিযানে বরগুনার পাথরঘাটায় বড় ধরনের হরিণ শিকারের ঘটনা ধরা পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধারসহ এক শিকারিকে আটক করা হয়েছে।

ওই শিকারির নাম মো. লিটন (৪৯)। তিনি পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্র জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সংরক্ষিত ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. লিটনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫