লক্ষ্মীপুরে পুলিশের যৌথ অভিযানে ৬ অস্ত্র উদ্ধার

০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ AM
দেশীয় অস্ত্র  উদ্ধার

দেশীয় অস্ত্র উদ্ধার © টিডিসি ফোটো

লক্ষ্মীপুরের গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে পাঁচটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এদিন সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সীমান্ত এলাকা ও নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিঝির বাড়ির সফি উল্যার কবরাস্থানের পাশের একটি ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলো লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানায় পুলিশ। ওই ওয়ার্কশপের মালিক চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা নুর উদ্দিনের। তিনি পলাতক রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, নুর উদ্দিন ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করছে। গত ১ ডিসেম্বর নুর উদ্দিনের ওয়ার্কশপ থেকে একটি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে নুর উদ্দিন পালিয়ে যায়। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের আলাইয়ারপুরে অভিযান চালিয়ে ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় বেগমগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওই এলাকায় আরও অস্ত্র রয়েছে, বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র যাচাই করে দেখা যায়, সেগুলো নুর উদ্দিনের ওয়ার্কশপের তৈরি করা হয়েছে। নুর উদ্দিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তার সাথে যারা রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫