জমি নিয়ে বিরোধের জেরে কলেজ প্রভাষককে কুপিয়ে জখম

০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ AM
মো. লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

মো. লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা © টিডিসি ফটো

বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গৌরিচন্না ইউনিয়নের বাইস তবক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙুল কেটে ফেলে বলে জানা গেছে।

গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

আহত শিক্ষক মো. লিটন বলেন, ‘জমিটি আমাদের পরিবার দীর্ঘ প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করছে। বিভিন্ন সালিশ-বিচারে সিদ্ধান্তও আমাদের পক্ষেই এসেছে। জমি দখলের চেষ্টা ঠেকাতে গেলে আমার ওপর হামলা চালানো হয়।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫