জুরাইনে সিএনজি চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ PM
র‍্যাব

র‍্যাব © ফাইল ফটো

রাজধানীর জুরাইনে গুলি করে সিএনজিচালিত অটোরিকশা চালক পাপ্পু শেখ (২৬) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১০।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চারজন আসমির মধ্যে ইতোমধ্যে র‌্যাব দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতরা হলেন কানশি ও ইউসুফ।

এর আগে গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় পাপ্পুকে গুলির ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

তাকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই মো. সম্রাট জানান, নিহত পাপ্পু শরীয়তপুরের রাজৈর উপজেলার সিএনজি অটোরিকশা চালক মন্টু শেখের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। পরিবার নিয়ে জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকেন।

তিনি জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলা করা হয়েছে তাকে। পরবর্তী তারা স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫