শেরপুরে পাহাড়ি জঙ্গল থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার 

১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
নারীর মরদেহ উদ্ধার সময় পুলিশ ও স্থানীয় লোকজন

নারীর মরদেহ উদ্ধার সময় পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি

শেরপুরের ঝিনাইগাতীর গজনী রুটে পাহাড়ি জঙ্গল থেকে এক অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে হত্যার পর মরদেহ গুম করার জন্য এখানে ফেলে যায় বলে ধারণা পুলিশের। ময়নাতদন্তের পরে হত্যার প্রকৃত কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা নামক স্থানে এক নারীর অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহের সঙ্গে একটি বাটন মোবাইল, দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। 

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন।

ওসি মো. আল আমিন বলেন, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। ঘটনার রহস্য উদঘাটন ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫