ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, সতর্ক করল ডিএমপি

০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৭ AM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক ফাইন বা জরিমানাসংক্রান্ত ভুয়া বার্তা পাঠিয়ে নগরবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে। ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ও ভুয়া লিংক পাঠিয়ে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে প্রতারণা করছে একটি চক্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে অনেক নাগরিকের মোবাইল ফোনে ট্রাফিক ফাইন বা জরিমানা পরিশোধের নামে ভুয়া বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তায় একটি লিংকে ক্লিক করতে বা ওটিপি কোড দিতে বলা হচ্ছে। প্রতারকরা এসব তথ্যের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

ডিএমপি জানায়, ট্রাফিক ফাইনের বিষয়ে নাগরিকদের মোবাইল ফোনে বার্তা পাঠানোর নির্ধারিত সরকারি মাধ্যম রয়েছে। ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো যেকোনো বার্তা সন্দেহজনক হিসেবে বিবেচনা করতে হবে।

নগরবাসীকে সতর্ক করে ডিএমপি বলেছে, কোনো অবস্থাতেই অপরিচিত লিংকে ক্লিক করা যাবে না এবং ওটিপি কোড শেয়ার করা যাবে না। কেউ এ ধরনের সন্দেহজনক বার্তা পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ বলছে, এ ধরনের প্রতারণা প্রতিরোধে জনগণের সচেতনতা ও সহযোগিতাই সবচেয়ে বড় সহায়। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি নাগরিককে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫