বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার!

১২ মে ২০২৫, ০৩:৫৪ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
সাইফুল ইসলাম বাবু

সাইফুল ইসলাম বাবু © সংগৃহীত

ঝালকাঠিতে সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে সাইফুল ইসলাম বাবু  নামে এক  যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রাম থেকে  
তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি  ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাতিজি জামাই। তিনি আমুর মির্জাপুরের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা জুবায়ের  ও যুবলীগ নেতা বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। আওয়ামী সরকার পতনের পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন। শনিবার (১০ মে) রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন। রবিবার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয়।  পরবর্তীতে তাকে ঝালকাঠি শহরে বিএনপির মিছিলে বোমা হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু কোনোদিন আমার বাড়িতে ছিল না, সে আমার বাড়ি থেকে গ্রেপ্তার হয়নি। পুলিশ ফাড়িতে ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি। 

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,  যুবলীগ নেতা বাবুকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তার নামে কোনো মামলা ছিল না। সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।  

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫