পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে ঢাকার বড় চমক

০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ PM
ঢাকা ক্যাপিটালস লোগো

ঢাকা ক্যাপিটালস লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে এবারও শক্তিশালী স্কোয়াড গড়েছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগেই সাইফ হাসান ও তাসকিন আহমেদকে ভেড়ায় তারা। এ ছাড়া বিদেশি কোটায় সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানকে স্কোয়াডে টেনেছে তারা।

নতুন করে জানা যাচ্ছে, ক্যাপিটালসের হয়ে খেলতে আসছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। অবশ্য বিপিএলে তার নতুন যাত্রা নয় এটি; সিলেট স্ট্রাইকার্সের হয়ে এর আগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তবে সবশেষ আসরে দেখা যায়নি তাকে, এবার আবারও বিপিএলে মাঠ মাতাতে প্রস্তুত তিনি।

এদিকে দলটির মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারকেও দেখা যাবে। এছাড়া প্রধান কোচের দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সরাসরি কাজ না করলেও বিসিবির এইচপি ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।


অন্যদিকে নিলাম থেকে শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও সাব্বির রহমানকে দলে নিয়েছে রাজধানীর দলটি। স্কোয়াডে আরও রয়েছেন নাসির হোসেন, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুনের মতো অভিজ্ঞ ক্রিকেটার। সবশেষে ইমাদ ওয়াসিমকে নিয়ে আরেকটি বড় চমক দিলো ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস

নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ) , নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার) 

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫