নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান ত্যাগ করছেন একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার

১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ AM
শ্রীলঙ্কা দল

শ্রীলঙ্কা দল © সংগৃহীত ছবি

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দল। তবে গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হওয়ার পর থেকেই সফরকারী খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এই ঘটনার পর শ্রীলঙ্কা দলের কয়েকজন সদস্য নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দেশে ফেরার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছে অনুরোধ জানিয়েছেন। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের কয়েকজন সদস্য পাকিস্তানে অবস্থানকালে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি জানার পরপরই বোর্ড খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে তাদের আশ্বস্ত করেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

তবে এসএলসি জানায়, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই ঘটনায় ছয়জন শ্রীলঙ্কান ক্রিকেটার আহত হন এবং দুইজন সাধারণ পথচারী নিহত হন। এর পর প্রায় ছয় বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।

ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরের দুই ভেন্যুতে।

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫