সুযোগ পেয়েও আফগান সিরিজে খেলা হলো না সৌম্যর

০৪ অক্টোবর ২০২৫, ০৭:১৯ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © সংগৃহীত

সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যাওয়ায় শেষমেশ দেশে ফিরতে হয় তাকে। লিটনের জায়গায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ডাক পান সৌম্য সরকার। অবশ্য, এখনও দুবাইয়ের ভিসা মেলেনি সৌম্যর। এতে ডাক পেলেও এই সিরিজে খেলা হচ্ছে না এই ওপেনারের।

বিসিবি সূত্র জানিয়েছে, ভিসা সংক্রান্ত জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হচ্ছে না সৌম্যর। রবিবার (৫ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে যোগ দিতে না পারায় এই সিরিজে তার খেলা হচ্ছে না। টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। তবে ৫০ ওভারের ফরম্যাটে নেই সৌম্য।

এশিয়া কাপে গত ২৫ সেপ্টেম্বর যাত্রা শেষ হয় বাংলাদেশের। এর এক সপ্তাহ পরই একই ভেন্যুতে আফগানদের সঙ্গে পূর্বনির্ধারিত সিরিজ ছিল টাইগারদের। যে কারণে সেখানেই অবস্থান করছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু নতুন করে ডাক পাওয়াতেই মূলত ভিসা জটিলতায় পড়েন সৌম্য।

এদিকে টানা দুটি ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী রবিবার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে দল দুটি। তামিম-ইমনদের সামনে এবার আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি।

অন্যদিকে আগামী ৮ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। আসন্ন এই সিরিজের জন্য শুক্রবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গা হয়নি। অবশ্য, ওয়ানডেতে নিয়মিতও নন তিনি। তবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নাজুমল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা যথারীতি এই স্কোয়াডে ফিরেছেন। এছাড়া বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামও ওয়ানডে দলে রয়েছেন।

বড় নিয়োগ বিজ্ঞপ্তি জেন্টল পার্কে, পদ ২০০, আবেদন এইচএসসি পাস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা কাল, দাফন শহীদ জিয়ার কবরের পাশে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নুরের আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকারের আরেক নেতা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা খানম থেকে খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে চবি উপাচার্যের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫