‘কেউ প্রতিদ্বন্দ্বী না, রিজিকের মালিক আল্লাহ’

০৬ আগস্ট ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৬:৫৯ PM
নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান © সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবেই পারফর্ম করছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। বিপিএল, এনসিএল, বিসিএল থেকে শুরু করে প্রিমিয়ার লিগ—প্রায় সব ঘরোয়া টুর্নামেন্টেই নিয়মিত পারফর্ম করছেন তিনি। তবুও জাতীয় দলের জার্সিতে সুযোগ মিলছে না তার। অবশ্য জাতীয় দলে জায়গা পাওয়া কিংবা বাদপড়া এসবকে ইতিবাচকভাবেই দেখেন সোহান। তার ভাষায়, ‘জাতীয় দলে থাকা বা না থাকাটা খেলারই অংশ।’

'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে বুধবার (৬ আগস্ট) সোহান বলেন, 'কেউ আমার প্রতিদ্বন্দ্বী— এভাবে দেখি না। আমার মনে হয়; যে ভালো, যে ডিজার্ভ করে, সেই জাতীয় দলে যাবে। আমার প্রতিযোগিতা আমার নিজের সাথেই। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, চেষ্টা করি নিজেকে আরও ভালো করার জন্য। যদি সুযোগ আসে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

টুর্নামেন্ট নিয়ে সোহানের মন্তব্য, 'আসলে আমি ওইভাবে চিন্তা করি না। সামনে যেটা থাকে সেটাতেই পুরোপুরি ফোকাস করি। যেহেতু অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছি, আমার এখন পুরোপুরি ফোকাস এখানেই। আমার কাজটা মাঠে পারফর্ম করা ও ভালো খেলা। নিজের জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না। একইসঙ্গে আমার মনে হয়, এটা তাদের (নির্বাচক) চিন্তার বিষয়। তবে চিন্তা এখন শুধু অস্ট্রেলিয়া সফর ঘিরেই।'

তিনি যোগ করেন, 'আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যতটুকু লিখে রেখেছেন, অতটুকুই হবে। আমি এটা নিয়ে কথা বলাও ঠিক মনে করি না। যখনই সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি ও নিজেকে আরও ভালো করার চেষ্টা করি।'

বড় নিয়োগ বিজ্ঞপ্তি জেন্টল পার্কে, পদ ২০০, আবেদন এইচএসসি পাস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা কাল, দাফন শহীদ জিয়ার কবরের পাশে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নুরের আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকারের আরেক নেতা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা খানম থেকে খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে চবি উপাচার্যের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫