পাকিস্তান সিরিজে ইতিহাসের সামনে লিটন

১৮ জুলাই ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৭:২৩ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে লঙ্কান সিরিজের দলই পাকিস্তানের বিপক্ষে খেলবে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) অনুশীলন করবে টাইগাররা। পরদিন মাঠে গড়াবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।

এদিকে দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে সিরিজ ঘিরে ৪টি মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন। এসব কীর্তি গড়তে টাইগার অধিনায়ককে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করতে হবে। তবে লঙ্কানদের বিপক্ষে সবশেষ দুই ম্যাচের দাপুটে পারফরম্যান্সে তার ওপর আস্থা রাখাই যায়।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের। ১১ ম্যাচে ৪০ গড়ে ৩৬০ রান করেছেন সাবেক এই অধিনায়ক। সাকিবের পর ২৩৫ রান নিয়ে তালিকার দুইয়ে আছেন তামিম ইকবাল। তিনে থাকা লিটনের রান ২১০। ফলে, দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে এই সিরিজে ২৬ রান করলেই তামিমকে ছাড়িয়ে যাবেন তিনি। তার সামনে সাকিবকে টপকানোর সুযোগও থাকছে।

এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংখ্যায় তামিমকে ছাড়িয়ে তৃতীয় স্থানে লিটন। এই সিরিজ দিয়ে তার সামনে দুইয়ে ওঠার সুযোগ। ২ হাজার ৪৪৪ রান নিয়ে এই তালিকার দ্বিতীয়স্থানে অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ১৬৯ রান করতে পারলেই তাকে ছাড়িয়ে যাবেন টাইগার অধিনায়ক।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সবকটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। হোম অব ক্রিকেটে সর্বোচ্চ ৮০৪ রান রিয়াদের। ৫৪৭ ও ৫১০ রান করে তালিকার দ্বিতীয় ও তৃতীয়স্থানে সাকিব ও লিটন। মাত্র ৩৮ রান করলেই এই ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন উইকেটকিপার এই ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টাইগারদের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন। ৭৭টি ছক্কা মেরেছেন ইতোমধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানানো এই ব্যাটার। অন্যদিকে লিটনের ঝুলিতে আছে ৭১টি ছক্কা। ফলে, মাত্র ৭টি ছক্কা হাঁকালেই তালিকায় শীর্ষে ওঠবেন টাইগার দলপতি।

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫