ম্যাচসেরা হয়ে যে কারণে স্ত্রীকে ধন্যবাদ খালেদের

১৪ জুলাই ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
খালেদ আহমেদ

খালেদ আহমেদ © সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজেদের দ্বিতীয় ম্যাচেও শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে রংপুর রাইডার্স। বিগব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ১ রানে জিতেছে নুরুল হাসান সোহানের দল। ইনিংসের ১৯তম ওভারে খালেদ আহমেদের জোড়া শিকারে ম্যাচে ফেরে রংপুর।

ওই দুই ওভারে জোড়া উইকেট শিকারের পাশাপাশি মাত্র ৯ রান খরচ করেন খালেদ। ফলে, শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৩ রান। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারটিতে ১১ রান তুলতে পারে হোবার্ট। এতে ১ রানে ম্যাচ জিতে নেয় রংপুর। ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা খালেদ।

ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে খালেদের ভাষ্য, 'আলোচনাটা সাধারণই হচ্ছিল। আমাকে বলা হচ্ছিল যে তুমি তোমার শক্তি অনুযায়ী বল করো। আর কিছু চিন্তা করো না, আমি সেই অনুযায়ী আমি আমার শক্তিমত্তার মধ্যেই ছিলাম।'

এই পেসার যোগ করেন, 'আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আমার স্ত্রী প্রত্যেক ম্যাচের আগে আমার সঙ্গে কথা বলে। ও সব সময় বলে যে আমি সেরা। তারপর বলে আমি চাই যে তুমি প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হও। তো আমার স্ত্রীকে ধন্যবাদ।'

এ নিয়ে অধিনায়ক সোহান বলেন, 'আলহামদুলিল্লাহ, খালেদ দারুণ বল করেছে। সে তার সামর্থ্য অনুযায়ী ভালো জায়গায় বোলিং করেছে, তার সক্ষমতা যতটুকু সেটা প্রমাণ করেছে। সঙ্গে ওমরজাই কথা বলতে হবে, সে ভালো বল করেছে। ইফতিখারও খুব ভালো বল করেছে খালেদের সঙ্গে।'

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫