বড় সুখবর পেলেন শান্ত-মুশফিক

২৫ জুন ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১০:১৫ AM
শান্ত-মুশফিক

শান্ত-মুশফিক © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত। গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করেন তিনি। এতে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এক লাফে ২১ ধাপ এগিয়েছেন শান্ত। 

বুধবার (২৫ জুন) পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে উঠেছেন শান্ত। তার রেটিং পয়েন্ট ৬১৩।

এদিকে গলে প্রথম ইনিংসে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন তিনি। ম্যাচজুড়ে ২১২ রান করে র‌্যাঙ্কিংয়ে এক লাফে ১১ ধাপ এগিয়ে শান্তর ঠিক ওপরে অর্থাৎ ২৮তম স্থানে মুশি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬১৫। শান্তর চেয়ে মাত্র ২ রেটিংয়ে এগিয়ে মুশফিক। টেস্টে বাংলাদেশের হয়ে সেরা র‌্যাঙ্কিংয়ে মুশি।

অন্যদিকে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করলেও লিটন দাসের অবনতি হয়েছে। তিন ধাপ পিছিয়ে ৫৭৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে নেমে গেছেন তিনি। 

মুমিনুল হকের পাঁচ ধাপ অবনতি হয়েছে। টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩ রান করায় ৫১তম স্থানে অভিজ্ঞ এই ব্যাটার। 

প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করায় তিন ধাপ এগিয়ে ৫০২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে উঠেছেন সাদমান ইসলাম।

এদিকে গল টেস্টের প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন স্পিনার নাঈম হাসান। বর্তমানে ৪৮তম স্থানে তিনি। এছাড়া প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের সঙ্গে যৌথভাবে ৫৪তম স্থানে উঠে এসেছেন পেসার হাসান মাহমুদ। 

বড় নিয়োগ বিজ্ঞপ্তি জেন্টল পার্কে, পদ ২০০, আবেদন এইচএসসি পাস…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা কাল, দাফন শহীদ জিয়ার কবরের পাশে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নুরের আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকারের আরেক নেতা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা খানম থেকে খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে চবি উপাচার্যের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫