হাদিকে গুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বিবৃতি

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ PM
শরিফ ওসমান হাদি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের লোগো

শরিফ ওসমান হাদি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের লোগো © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব)। আজ শনিবার (১৩ ডিসেম্বর) জবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফাতেমা আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে জবি প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমান এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

বিবৃতিতে নেতারা বলেন, ‘এই নৃশংস, অমানবিক ও অশুভ কর্মকাণ্ডকে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর বিচার দাবি করেন। এই হামলা নিঃসন্দেহে সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ। জুলাইযোদ্ধাদের টার্গেট করে হত্যার উদ্ধেশ্যে হামলা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্ধেশ্যে এই গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা চালানো হচ্ছে। সেই সাথে এটি আসন্ন নির্বাচনী পরিবেশ নষ্ট করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সমাজে ভয় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অংশ।’

বিবৃতি তারা বলেন, ‘শরীফ ওসমান হাদী একজন সম্মুখ সারির জুলাইযোদ্ধা, সক্রিয় রাজনীতিবীদ। যিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়ন, স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই ধরনের বর্বর হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির একটি নীলনকশা। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার উদ্দেশ্যে পতিত স্বৈরাচার ও বিচ্ছিন্ন কুচক্রী মহল এমন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শরীফ হাদীর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া সেই অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ।

এই ধরনের সহিংস কর্মকাণ্ড জনগণের ভোটাধিকার, শান্তি ও সামাজিক নিরাপত্তাকে সরাসরি বিপন্ন করছে। তাই হামলাকারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। আহত শরীফ ওসমান হাদীর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি। সেই সাথে সব ধরণের ষড়যন্ত্র মোকাবিলায় সকল রাজনৈতিক দলসহ জনগণকে সচেতন থাকার এবং শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। সমাজে সহিংসতা, ভয় ও আতঙ্ক সৃষ্টিকারী নাশকতাদের কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না।’

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণাকালে রাজধানীতে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অপারেশন শেষে এদিন তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫