মালয়েশিয়ায় ১৯০ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ AM
আন্দোলনরত শ্রমিকরা

আন্দোলনরত শ্রমিকরা © সংগৃহীত

মালয়েশিয়ায় আবারও আলোচনায় উঠে এসেছে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। সম্প্রতি শোষণ ও বৈষম্যের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়ায় ১৯০ জন বাংলাদেশি শ্রমিককে একযোগে চাকরিচ্যুত করেছে গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিসেরাম। 

শ্রমিকদের দাবি, শুধু চাকরি হারানোই নয়—কোম্পানিটি তাদের ভিসা বাতিলের উদ্যোগও নিয়েছে, যাতে দ্রুত দেশে ফেরত পাঠানো যায়। গত ৩১ অক্টোবর কুয়ালালামপুরভিত্তিক কোম্পানিটি বাংলাদেশি কর্মীদের হাতে চাকরিচ্যুতির চিঠি তুলে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, আমরা শুনেছি, অন্তত দশজনের ভিসা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বাকিদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আইনজীবীর সহায়তায় শ্রম আদালত ও অভিবাসন দপ্তরে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। মনে হলো, ন্যায়বিচার যেন প্রবাসীদের জন্য নিষিদ্ধ।

জানা গেছে, ২০২৩ সাল থেকেই মেডিসেরামের শ্রমিকরা বকেয়া বেতন, অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিক ও নিয়োগ ফি ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন। চলতি বছরের মে মাসে প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন আসেনি।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫