আইইউবিতে অনুষ্ঠিত হবে বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্ব

০৬ জুন ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৯:১৬ PM
জাতীয় পর্বের ব্যানার

জাতীয় পর্বের ব্যানার © টিডিসি ফটো

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর জাতীয় পর্ব। আগামী শুক্রবার (৩০ মে) প্রতিযোগিতার এ পর্ব শুরু হবে। এর আগে গত ১৬ মে এ প্রতিযোগিতার অনলাইন সিলেকশন রাউন্ড শুরু হয়। এতে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ২০২৫ সালে শিক্ষার্থী যে শ্রেণিতে পড়াশোনা করছেন, সেই শ্রেণিতেই রেজিস্ট্রেশন করতে পেরেছেন তারা।

বিএমইসি-এর সিলেকশন রাউন্ডে নির্বাচিতদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এই লিংকে গেলে নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা দেখা যাবে।

জানা গেছে, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে। জাতীয় পর্বের বিজয়ীরা বাংলাদেশের আন্তর্জাতিক গণিত দলের সদস্য হওয়ার সুযোগ পাবেন। থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশের প্রতিনিধিত্ব করবেন তারা।

আরও পড়ুন: ডিসেম্বরেই কেন নির্বাচন চাইছে বিএনপি?

উল্লেখ্য, জাতীয় পর্ব পর্যন্ত অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করার সুযোগ ছিল বিনামূল্যে। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ডেইলি ক্যাম্পাস। আর গিফট পার্টনার হিসেবে আছে অন্যরকম বিজ্ঞানবাক্স।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫