লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার

২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ PM
মোটরসাইকেলসহ গ্রেপ্তার দুজন

মোটরসাইকেলসহ গ্রেপ্তার দুজন © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বসতঘর থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় আন্তঃজেলা অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন তোফাজ্জল হোসেন বাদল (১৯) ও মো. শাহ আলম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা থেকে ২৭ ডিসেম্বর ভোর ৪টার মধ্যে চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহবুবুর রহমান সোহেলের (৪০) বসতঘরের পূর্ব পাশে অবস্থিত একচালা সেমিপাকা ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেল (আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা) এবং তার ভাতিজা শরীফুল ইসলামের একটি ১২৫ সিসি টিভিএস রাইডার মোটরসাইকেল (আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) সহায়তায় এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলমের তত্ত্বাবধানে পুলিশ অভিযান পরিচালনা করে।

রাতভর অভিযানের এক পর্যায়ে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কের উত্তর পাশে শাহ আলমের গ্যারেজ থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তার উভয়েই পেশাদার মোটরসাইকেল চোর। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত অপর অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং শরীফুল ইসলামের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে জানা গেছে, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫