ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ PM
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা © টিডিসি

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা আনুমানিক দুইটার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজারসংলগ্ন ইদারার মূলকেন্দ্র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমার দেশ পত্রিকার লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খানের মেয়ে আজমির আমরিন (২০), একই উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো.মিজান (৩৬) ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরামপুর ৪ নম্বর ওয়ার্ডের দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে মো. রিয়াজ উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ভোলার লালমোহন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে মানিকারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩২৫৯৭) সিএনজিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও তিনজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।

গুরুতর আহতদের মধ্যে সিএনজি চালক তাজল ও ফারহান নামের এক কিশোর রয়েছে। তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫