ভালুকায় দিপু হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার

২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ PM
গ্রেপ্তার দুজন

গ্রেপ্তার দুজন © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ভালুকার পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ আরও ৩ জনকে গ্রেপ্তার করে। র‌্যাব গ্রেপ্তার করে ৭ জনকে। সব মিলিয়ে দিপু হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১২জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার দুজন হলেন আশিক (২৫) ও কাইয়ুম (২৫)। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি  রবিবার দুপুরে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে দিপু চন্দ্র দাস। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড নামের একটি পোশাক কারখানায় লিংকিং সেকশনে কাজ করে আসছিলেন। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঘটনার রাত পৌনে নয়টার দিকে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। পরে বিক্ষুব্ধ লোকজন দিপু চন্দ্রকে কারখানা থেকে বের করে পিটিয়ে মেরে ফেলে। এরপর মহাড়কের ডিভাইডারের একটি গাছে মরদেহ ঝুলিয়ে আগুন দিয়ে দেয়া হয়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে নিহতের ভাই অপু দাস দেড়শত জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়। নিহতের পরিবারের দাবি, কারখানার ভেতরের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিপুকে ফাঁসিয়ে দিয়ে মব সৃষ্টি করে এভাবে হত্যা করা হয়েছে।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫