রূপপুর পারমাণবিকে বাষ্প নির্গমন পরীক্ষায় উৎকণ্ঠিত না হওয়ার আহ্বান

১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৭ PM
রূপপুর পারমাণবিক কেন্দ্র

রূপপুর পারমাণবিক কেন্দ্র © সংগৃহীত ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় উচ্চচাপের বাষ্প নির্গমন পরীক্ষার কারণে আগামী কয়েকদিন বিকট শব্দ শোনা যেতে পারে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। রাশিয়ান সাধারণ ঠিকাদার জেএসসি-এএসই (JSC ASE) এর তথ্যের ভিত্তিতে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত একটি বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: নির্বাচনে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি

আজ বুধবার (১৯ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ফোকাল পয়েন্ট (গণমাধ্যম) ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষার অংশ হিসেবে নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে নির্গত হবে, যার ফলে জেট ইঞ্জিনের মতো তীব্র শব্দ সৃষ্টি হতে পারে। শব্দ কিছু সময় স্থায়ী থাকবে এবং সম্পূর্ণ পরীক্ষাটি সম্পন্ন হতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।

প্রকল্প কর্তৃপক্ষ বলেছে, এটি একটি পূর্বনির্ধারিত ও স্বাভাবিক কারিগরি প্রক্রিয়া, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। জনসাধারণের জন্য এই পরীক্ষায় কোনো ধরনের ঝুঁকি বা বিপদের আশঙ্কা নেই বলেও উল্লেখ করা হয়।

ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫