কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত বিসিএস ক্যাডারদের কর্মবিরতি

১৬ নভেম্বর ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৬ PM
মানববন্ধনে বিসিএস ক্যাডাররা

মানববন্ধনে বিসিএস ক্যাডাররা © টিডিসি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সব প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কুড়িগ্রাম সরকারি কলেজে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষকরা। কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম সরকারী কলেজ চত্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের আয়োজনে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগান-সংবলিত ব্যানার টাঙিয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরত পালন করেন শিক্ষকরা। এতে কলেজের নিয়মিত ক্লাসে পরিক্ষায় দেখা দিচ্ছে বিঘ্নতা। ক্ষতিতে পড়ছে শিক্ষার্থী।

নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএসের বাংলা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম, মো. মমিনুল হক, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার, মোস্তাফিজার রহমান প্রমুখ।

শিক্ষকরা জানান, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি না পাওয়ায় তাদের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে। প্রশাসনিক জটিলতা ও ফাইলে বিলম্বের কারণে তাদের পদোন্নতির গেজেট ঝুলে আছে। তাই দ্রুত সময়ের মধ্যে ন্যায্য পদোন্নতির আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোহাম্মদ নাসির বলেন, ‘প্রভাষকদের চলমান কর্মসূচির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুনজর দেওয়া প্রয়োজন এবং প্রভাষকরা যাতে দ্রুত সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এই নো ওয়ার্ক কর্মসূচি দীর্ঘদিন চললে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হবে। শিক্ষার মানোন্নয়নে প্রভাষকদের সরকারি অধ্যাপক হিসেবে পদোন্নতির মাধ্যমে ক্লাসে ফিরিয়ে আনা জরুরি প্রয়োজন।’

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫