ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৬ PM
বিক্ষোভ কর্মসূচি অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ

বিক্ষোভ কর্মসূচি অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ © টিডিসি

ফিলিস্তিনি সমর্থনকারী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে সাধারণ মুসল্লিদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সাধারণ মুসল্লী রবিউল ইসলাম ও নুর ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক সদস্যসচিব সুহাইল মাহদিন সাদি প্রমুখ।

বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করছে। এবারও মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল তাদের দমননীতির নগ্ন রূপ প্রকাশ করেছে। তাঁরা অবিলম্বে এই হামলার নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ইসরায়েলের এই বর্বরোচিত হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, এটি বিশ্ব শান্তির জন্যও হুমকি। সাতক্ষীরার মুসলমানরা সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে।

কর্মসূচির শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্বায়ক আরাফাত হোসাইন।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫