স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার, আদালতে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা

২৫ মে ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত © সংগৃহীত

ঝালকাঠিতে আদালতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন নুসরাত জাহান নামে এক গৃহবধূ। রবিবার (২৫ মে) দুপুরে ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।  ঘটনার পর ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ১৭ মার্চ নিজের স্বামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নলছিটি থানায় একটি মামলা করেন নুসরাত জাহান। মামলায় তার স্বামীকে জেলহাজতে পাঠানো হয়। রবিবার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে নুসরাত জাহানকে স্ত্রী হিসেবে অস্বীকৃতি জানান আল আমিন। এতে রাগ ও অভিমানে আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই নিজের গায়ে কেরোসিন ঢালেন। এসময় দ্রুত পুলিশ তাকে উদ্ধার করে। 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন জানান, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের বাসিন্দা নুসরাত জাহান চলতি বছরের ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী আল আমিন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি জেল হাজতে রয়েছেন।

তিনি আরও জানান, মামলার কারণে স্বামী আল আমিন স্ত্রীকে মেনে নিতে অস্বীকৃতি জানান। এতে নুসরাত মানসিকভাবে ভেঙে পড়েন। এ অবস্থায় স্বামীর জামিন শুনানিতে আদালতে একসঙ্গে উপস্থিত হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। 

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫