খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারবেন।
ফল দেখুন এখানে
এর আগে, গত ১৮ ও ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ পরীক্ষায় চারটি ইউনিটে ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৮ হাজার ২৬৬ পরীক্ষার্থী।