জবি ভর্তি পরীক্ষার আরও দুই ইউনিটের প্রবেশপত্র প্রকাশ

১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।  

তথ্য অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীদেরকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে ‘এ’ ইউনিট  (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২২ ডিসেম্বরের মধ্যে ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।  

এর আগে, গত ২০ নভেম্বর স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর ‘এ’ ইউনিট ও ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীর করণীয়:

সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.jnu.ac.bd থেকে ওয়েবসাইটে উল্লিখিত তারিখ অনুযায়ী প্রবেশপত্র প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মাধ্যমে পরীক্ষা শুরুর দুইদিন পূর্বে জানানো হবে। পরীক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত আসনেই পরীক্ষা দিতে হবে। উল্লেখ্য, পরীক্ষা শুরুর ০৫ (পাঁচ) দিন পূর্বে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার্থীকে প্রবেশপত্রটি ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার হলে দায়িত্বরত পর্যবেক্ষক (Invigilator)-এর নিকট উপস্থাপন করতে হবে এবং তাতে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষর করিয়ে নিতে হবে। পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরকৃত প্রবেশপত্রটি পরীক্ষার্থীকে সংরক্ষণ করতে হবে কারণ পরবর্তীতে ভর্তির সময় প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটি প্রয়োজন হবে।

প্রবেশপত্রের ছবির সাথে শিক্ষার্থীর মিল না থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কোনো সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ পরীক্ষা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫