এক সপ্তাহ এগিয়ে আনা হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৭ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে এক সপ্তাহ এগিয়ে আনা হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। চলতি মাসের শুরু দিকে ঢাবির অনুষদগুলোর ডিনদের নিয়ে ডিনস কমিটির বৈঠকে এবারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত মতে, আগামী ২০ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। 

আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত মতে, এক সপ্তাহ এগিয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। ফলে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা।

তাছাড়া আগামী ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বাকি ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো ডিনস কমিটির বৈঠকে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা সময় অনুযায়ী হবে। সিদ্ধান্ত মতে, ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিনা মূল্যে  ইউনেসকোতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ আগামী…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শিক্ষক সমিতির সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫