কুরআনের হাফেজা জমজ দুই বোন এইচএসসিতেও পেলেন জিপিএ-৫

১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ PM
জমজ দুই বোনের অসাধারণ সাফল্য

জমজ দুই বোনের অসাধারণ সাফল্য © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রায়পুরের জমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। তারা দু’জনেই কুরআনের হাফেজা। তাদের এই সাফল্যে আনন্দে ভাসছেন মা-বাবা, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষ।

আরিফা ও আবিদা খুলনা জেলার বাসিন্দা হাফেজ আবু দাউদ ও সালমা আক্তার দম্পতির মেয়ে। তাদের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। বাবার অনুপস্থিতিতে তারা ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে নানার বাড়ির এলাকা লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

জমজ এই দুই বোন এবার চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় তারা উভয়েই সর্বোচ্চ ফলাফল অর্জন করে।

জানা গেছে, মাত্র দেড় বছরের মধ্যেই কুরআন শরীফ মুখস্ত করে তারা হাফেজা হন। ১৮ বছর বয়সে এই অর্জন তাদের জীবনের বড় সাফল্য হয়ে এসেছে। তাদের চাচা হাফেজ মশিউর রহমানের কাছেই তারা কুরআন তেলাওয়াত ও হিফজ সম্পন্ন করেন।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী ছাত্রী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতো। যেকোনো বিষয় খুব দ্রুত আয়ত্ত করতে পারতো তারা।

দুই বোনের এমন সাফল্যে তাদের মা সালমা আক্তার বলেন, বাবা বিদেশে থাকলেও মেয়েরা কখনও নিরাশ হয়নি। আমি শুধু তাদের সাহস দিয়েছি—মন দিয়ে পড়লে আল্লাহ ফল দেবেন। আজ তাদের সাফল্যে আমি গর্বিত।

আরিফা ও আবিদা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও ধর্মের কল্যাণে কাজ করতে চান।

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫