উচ্চস্বরে গান গাওয়ায় ঢাবির হলে ছাত্রলীগের হাতাহাতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উচ্চ স্বরে গান গাওয়া নিয়ে হাতাহাতিতে জড়িয়েছে হল শাখা ছাত্রলীগের দুই পক্ষ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই পক্ষ হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের অনুসারী।
জানা গেছে, দুই পক্ষে মধ্যে হাতাহাতির খবর পেয়ে কামাল উদ্দিন ও রুবেল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কামাল উদ্দিন রানা বলেন, জুনিয়ররা হলের ছাদে পাল্টাপাল্টি উচ্চস্বরে গান গাচ্ছিল। এ নিয়ে একটু তর্কবিতর্ক হয়েছে। পরে তাদের থামিয়ে দিয়েছি। এখন ঠিক আছে সব।
আরো পড়ুন: অভিযোগ প্রমাণিত হলে রিভার বিরুদ্ধে ব্যবস্থা: ছাত্রলীগ সভাপতি
রুবেল হোসেন বলেন, জুনিয়রদের নিজেদের মধ্যে ছাদে বসা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা গিয়ে সমাধান করে দিয়েছি। তবে এ বিষয়ে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিমকে ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।
সভাপতি কামাল উদ্দিন রানা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। আর সাধারণ সম্পাদক রুবেল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী।