সমুদ্রের সঙ্গে নদীর গভীর যোগসূত্র রয়েছে: ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, আমাদের জীবন ও অস্তিত্বের জন্য সমুদ্র সম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমুদ্রের সঙ্গে নদীর গভীর যোগসূত্র রয়েছে।
বুধবার (৮ জুন) বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমুদ্র বিজ্ঞান বিভাগ আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, শিল্প-কারখানাসহ বিভিন্ন কারণে নদীর জলসম্পদ দূষিত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমুদ্রের উপর। ফলে সমুদ্রের প্রাণীজগৎ ও জীববৈচিত্র হুমকির সম্মুখীন হচ্ছে।
আরও পড়ুন: নোবিপ্রবিতে হচ্ছে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট
সমুদ্র সম্পদ রক্ষায় চারপাশের প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নদী দূষণ রোধে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ঢাবি উপাচার্য।
এছাড়া র্যালিতে অংশ নেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী এবং ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।