দুর্ঘটনা ঠেকাতে রাবিতে গাছে উঠায় প্রশাসনের নিষেধাজ্ঞা
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৪:৫৯ PM , আপডেট: ০৪ জুন ২০২২, ০৪:৫৯ PM
শিক্ষার্থীদের দুর্ঘটনা ঠেকাতে ক্যাম্পাসের গাছে উঠায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞাপ্তিতে উল্লেখ্য করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন মৌসুমি ফল পাড়ার জন্য শিক্ষার্থীরা গাছে উঠছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি ইতিমধ্যে ফল পাড়া অবস্থায় দূর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তাই এমন ঝুঁকিপূর্ণভাবে গাছে উঠা ও ফল পাড়া থেকে বিরত থাকতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন: হুইলচেয়ারে বসে মেজর র্যাংক ব্যাজ পরলেন জীবন যুদ্ধে হার না মানা কানিজ
এরআগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের সামনের গাছ থেকে পড়ে কোমড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন ইলেকট্রনিক্স ইলেক্ট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুভাষ চন্দ্র।তাছাড়া গত ২৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের গাছের আম পাড়ার সময় পড়ে গিয়ে নাকে চোট পেয়ে আহত হন ফারুক হোসেন নামের এক শিক্ষার্থী।
উল্লেখ্য, এবছর শিক্ষার্থী আম- লিচু খাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের কোন গাছ লিজ দেইনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাছাড়া প্রতিবছর এসব গাছ লিজের আওতাভুক্ত থাকত।