জাবিসাস নির্বাচনের নির্বাচন কমিশন গঠন

প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারবৃন্দরা
প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারবৃন্দরা  © টিডিসি ফটো

স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২২-২০২৩ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। বুধবার (১৮ মে) জাবিসাস সভাপতি মাহবুব আলমের অনুমতিক্রমে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জাবিসাস কার্যকরী পরিষদ-২০২২ এর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। 

এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন। 

এর আগে গত সোমবার (১৬ মে) অনুষ্ঠিত জাবিসাসের কার্যকরী পরিষদের বার্ষিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং বুধবার (১৮ মে) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।


সর্বশেষ সংবাদ